শরৎ ঋতুর শেষ চুম্বনটা কপালে ঠেকিয়ে বললাম কবি তোমাকে ভালবাসি।
অকাল বর্ষণে শীত ঘনিয়ে এসেছে
কাক ভেজা বাড়ির ছাদ,কদম গাছের ডাল ,পৃথিবীর মাটি
ঠান্ডা ঘাসের উপর শুয়ে মেঘেদের অস্থিরতা লক্ষ্য করছি,
নিঃশব্দে এল কবি,খেয়াল হয়নি তখনও
সে তার অতল স্পর্শে ডুবিয়ে দিল মন,
ভাসিয়ে নিল আপন ভেলায়।।