ভালবাসা হারায় যখন পথের কোনো বাঁকে
অন্তপুরের গহীন হতে বিরহ সুরের ফাঁকে
শুনতে পাই তোমার কথা,
ভালবাসা ভাসায় যখন নতুন স্রোতের আশে
সেই তুমি হায় পাগল করো হৃদয় কুলে এসে
"মন মোর মেঘের সঙ্গী " হয়ে উড়ে যায়...
কোন সে নীরব গোধূলি বেলায়;
একাকী ক্ষণ , ঝরে যায়
" আজি ঝর ঝর মুখর বাদর দিনে"
অসীম অভিমান বয়ে যায়,যেমন করে
"খরবায়ু বয় বেগে",
সেই যে প্রথম ধানের আগায় একফোঁটা শিশির আর আমার মাঝে
"লুকোচুরি খেলা "
কোন সে মুখর দিনে হঠাৎ ছুটির মাঝে
"কেয়া পাতার নৌকো গড়ে ভাসিয়ে দিলাম..." ভেলা,
ফিরে ফিরে যাই ,প্রতিদিন আনমনে
ছেলেবেলায় মোর তোমার গানে গানে..
একদিন "রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা"
আমি ও আমার মধ্যবর্তিনীর সাথে,
আমার কৈশোর,
সদ্য বিকশিত
"মায়াবন বিহারিনী হরিণী গহন স্বপন সঞ্চারিণী"
থামাতে কি পারি তারে?
"আমার পরান যাহা চায়"
সে তো তোমারি ,
"তোমার খোলা হাওয়া "
"বাদল দিনের প্রথম কদম ফুল"
যত্ন করে রেখেছি তারে
আমার কৈশোরের প্রতিটি অন্দরে।
একদিন হয়তো বলব " ভালবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখ"
হয়তো বা সে বলবে " সখী ভালবাসা কারে কয় "
"সে কি কেবলই যাতনাময়"
তারপর না সইবে যাতনা,
না রইবে মন মননে
"দিবস গনিয়া গনিয়া বিরহে"
ভুলে কি যাব
"জীবন মরণের সীমানা ছাড়ায়ে"
আমি তো চেয়েছি তা
"যা মোর ধূলির ধন ,যা মোর চক্ষের জলে ভিজে"
সেদিন "চরণ ধরিতে দিও গো আমারে"
ভেবে নিও আমায় আপন
"আমার ব্যথার পূজা হবে সমাপন"
কবি
"তুমি কোন কাননের ফুল"
দেখা দিলে,
সুন্দরকে আরও সুন্দর করলে,
প্রেম কে প্রেমিক করে তুললে,
প্রকৃতিকে হৃদয় সনে মিলালে,
আছ ,তুমি আছ ,আজও
আলোতে-আঁধারে , নীরবে কুজনে
স্বপ্ননে-জাগরণে
তুমি আছ, অনুভবে...
তাই তো বারেবার,
"দেখা দিক আরবার জন্মের প্রথম শুভক্ষণ"
গান ,গল্প কবিতা,উপন্যাস,নাটক,চিত্রনাট্য সাহিত্যের শিরা উপশিরায় তিনি বিরাজমান।
তবু যা জীবনের প্রতিটি দিন, প্রতিটি মুহূর্তে মনকে দোলায় তা তাঁর গান, এক একটি শব্দ,এক একটি অনুভূতি।তাই তাঁর কথা বিনে তাকে পূজি বা কেমনে।