একদিন হবে জানি স্বপ্ন লেখা কুড়োনো ঝিনুকে
মিঠে ইচ্ছেরা ছুটে বেড়ায় আসমানি বুকে,
কোনো খেয়ালে
আড়ালে
যদি যাই ভেসে
তুমি পাঠিও মন-পায়রা কে খোঁজ নিতে।
প্রশ্নের নেই সীমা
ঠিকানা
আমি চাইব না
জেনো পারব না তোমাকে হারাতে....
***********************
কিন্তু এই "তুমি" টা কে ? ? ?কে🤔
বলে দি? 😊
এই আসরে আজকে আমার শততম কবিতা🙂 , তাই আজকের কবিতা উৎসর্গ করলাম "কবিতা" কেই, বলা ভাল কবিতার প্রতি একান্ত ভালবাসাকে।
সেই সঙ্গে আসরের সকল প্রিয় কবি ও অনুরাগী পাঠকগণকে।
আপনাদের হাত ধরেই হেঁটে এলাম এতটা পথ। অনন্ত শুভেচ্ছায় ,ভালোবাসায়,ভালোথাকায় পরিপূর্ণ হয়েছে হৃদয়। অনুপ্রেরণা পেয়েছি সদাই।আপ্লুত হয়েছি,বিহ্বল হয়ে থেকেছি।চিরকৃতজ্ঞতা ,ধন্যবাদ কখনই যথেষ্ট নয় এই দানে।আমার আন্তরিক শ্রদ্ধা ও প্রণাম রইল আপনাদের চরণে।