ঘুমাইতে ঘুমাইতে স্বপ্ন দেহি
বাসে কইরা এভারেস্টের চূড়োয়, মানে এক্কেরে টপ পর্যন্ত যাইয়া পড়সি
বড় ঠান্ডা । কম্বলখান কাছেই ছিল অহন নাই ।কেউ চুরি করসে বোধহয়।
উপায় নাই, বরফের ভিতর তলাইয়া যাইতাসি
হঠাৎ দেহি
ডোঙায় চইড়া আমাজন ,হ হ আমাজন , প্রায় পুরা নদীখান ঘুইরা ফ্যালতাসি।
টপাটপ ছিপে কইরা চাড্ডি পিরানহা মাছও ধইরা ফেলসি।
তয় অ্যানাকোন্ডার দেখা পাই নাই
যারে দেখছি তার নাম জানিনা
হবে কোনো উড়ুক্কু সাপ, এক গাছ থেকে আর এক গাছে উড়তেছিল
আমাজন থেইকা কই যামু ভাবতাসি দেহি বাড়ির পাশের এঁদো পুকুরে, পা পিছলাইয়া পইড়া গেসি
নাকে মুখে গুঁড়িপানা সুড়সুড়ি দিতাসে
আমি হাঁচতাছি আর জল গিলছি
তারপর সব ভোঁভা- মাঠ, পুকুর।
কারা যেন সব বিকট হল্লা বাধাইছে
কানের পাশে ঢিপঢিপ ঢিপঢিপ
তহন সপ্তম সুরে চড়তেছে
হঠাৎ দেহি আপাদমস্তক সাদা সাদা বস্তা মোড়া কারা যেন দূরে চলেছে
অমাবস্যা কি পূর্ণিমা আজ?
ওরা ঘর ছাইড়া পথে আইয়া পড়সে ক্যান
কই যাও গো তোমরা? জিগাই...
মুখ দেখাইবা না,
কারা গো তোমরা?
কেউ মুখ দেখাইল না।
আমি জনে জনে জিগাইলাম কই যাও তোমরা
কেউ কোনো উত্তর দিল না।
শুধু চলতে থাকল, চলতেই থাকল
শেষ নেই যেন
আমিও চলছি!
কোথায় চলছি?
ঠ্যালা খাই,ধাক্কাধাক্কি ....
যামু না।
যামু না
যামু না কইলাম তো
যামু না ....মা!
আমার চোখ খুইলা গেল
ধোঁয়া ধোঁয়া চোখে মায়েরে দেখলাম
আমার হাতখান মুঠোর মধ্যে লইয়া
কি জানি সব কইছে।
আমি শান্তির নিঃশ্বাস ফেলে চোখ বন্ধ করলাম
কপালে শীতল স্পর্শ
ঘুম পায় আবার
পারা তখন ১০৩ এ ছুঁই ছুঁই ......