অনেক কথা বলার থাকলে বলা হয়না কিছুই
অনেক কিছু চাওয়ার থাকলে চাওয়ার খাতায় শূন্যতা,
অনেক কিছু পাওয়ার ছিল, পাওয়ার স্মৃতি অস্পষ্ট।

এমন হয়,
বছর ঘুরে ঘুরে এক কাহিনি রচে

একই কবিতা

একটাই শিকল

এক ভালবাসা   ।।

গল্পের ভিতরে গল্প কিছু ,কত অজানা, কত অদেখা

পর্দা জমানো বরফে

ক্রিয়া স্বেচ্ছায় ফ্রেমের কোলাজে, প্রতিক্রিয়া-স্রোতে।