প্রতিদিন ফিরে আসা এক আবর্তে
ক্রীতদাস মনে হয় নিজেকে,
পরাজিত সৈনিকের মতো
ভূমিহারা;মাটি আঁকড়ে কাঁদছি
যেন,রক্তে দিয়ে অঞ্জলি
তোমাকেই করছি প্রতিপালন
যে তুমি বধিবে আমায় দিনশেষে,
দারুন জহ্লাদের বেশে।
এমন দুঃসময়,তবু কি পারি তোমায় ছাড়তে,
উত্তাল সমুদ্রে,দুর্বার লহরীতে!
কীসের মোড়ক?অছিদ্র কারাগার
না পারি ভাঙতে,
প্রতিদিন ফিরে আসা এক আবর্তে
কিছু বেনামি অভ্যাস,অযৌক্তিক
দিনে দিনে ক্ষয় করে দেহ,মন।
এক শ্বাশত মুক্তি---
সে যেন আলেয়ার মতো চকিতে মনে আসে,
আবার নিভে যায়।
রেখে যায় শুধু শেষের আভাসটুকু।