কুমুদ, বসুন্ধরার চড়াই
শুনতে পাচ্ছ ওর ক্ষীণ কণ্ঠস্বর
না মৈত্রেয়ী,
আহ! মন দিয়ে শোনো,তুমি শুনতে পাচ্ছ না,ওই যে ,আবার...
"
দুই নয়ানে বৈঠা ভাসে
দুই পথে দুই জনা
পারের নদী কইয়া যাইও
কোথায় মোহানা"
"হ্যাঁ পাচ্ছি ,,
কিন্তু..."
--"চুপ..."
"অন্তর কান্দে
বাহির বান্ ধে
শিকল বেড়ি পায়
পারের নদী কইয়া যাইও
মোহানা কোথায়..."
কুমুদ, চোখ না থাকলেও কত কিছু অনুভব করা যায়,তাই না?
আগের জন্মে ও "চোখ গেল" পাখি ছিল।