" কুমুদ মহানন্দার বুকে ওই শিশুটিকে দেখতে পাচ্ছ?
আপন মনে খেলা করছে কেমন ?
কুমুদ ,ভয় করছে ভীষণ, ও যদি ডুবে যায়।"
"ভয় পেও না,এমনই ফুটফুটে পূর্ণিমায় চোখের ফোঁটায় ওর নতুন জন্ম হয়েছিল
এই মহানন্দায়।
এসো কান পাতি,
দেখো, ওর হৃদয়ের স্পন্দন শুনতে পাবে।"
মৈত্রেয়ী কান পাতলে,
কুমুদের দুহাত শক্ত করে জাপটে ধরে নিচু গলায় বললে,"কুমুদ ওকে এনে দাও আমার কাছে"
মৈত্রেয়ীর দুচোখে অস্থির ব্যাকুলতা।
"তা কেমনে মৈত্রেয়ী?
ও যে একা নয়, চেয়ে দেখ শত সহস্র লাঞ্ছিত ভ্রূণ মহানন্দায় আসে।
সৌর কণা গায়ে মাখে,
জলের ভূষণ পরে।
এই নদী যে ওদের মা।"