"কে হাসে কে হাসে কে হাসে কে হাসে
ভালবাসা যত ছড়াল বাতাসে
খিলখিলিয়ে কাদের হাসি তুলেছে আন্দোলন
ওরা আগামীর শিশু আলোর পিপাসু,স্বাগতম স্বাগতম।
ঘাসে ঘাসে ঘাসে স্বাধীনতা আসে
খোল করতাল অতি উল্লাসে
অতিপ্রকৃতি নিঃশেষে জাগে প্রকৃতির বন্ধন
ধান ক্ষেত বলে, নদী মাঠ বলে স্বাগতম স্বাগতম।
জোছনায় খেলে হিমের কণারা
জাগ্রত অতি জাগ্রত তারা
নব দেহে-মনে নব জাগরণে আত্ম প্রস্ফুরণ
বলছে আকাশ অনন্তময় স্বাগতম স্বাগতম।"
..."স্বাগতম, স্বাগতম"
আর একটি কন্ঠস্বর শুনে গান থামিয়ে স্থির হয়ে দাঁড়াল ক্রিয়েট্রা,
সেই পাগলটা-
দুই হাত তুলে আত্মমগ্ন, আনন্দে
কাঁটাঝোপ নেই,
মিলিয়ে যাচ্ছে শরীরের ক্ষত...
কি প্রশান্তি! কি প্রশান্তি!