"অশরীরি কারা বিরাজ করে ওই কালো আঁধারির রাজপ্রাসাদে
সে পুরাদৃষ্ট অবিশ্বাস আর দ্বন্দ্বকে বুকে বয়ে বয়ে
সে কি চায় না মুক্ত হতে নিষ্ঠুরতাকে দলে পায়ে?
ছলনায় বেঁধো না, বেঁধো না তাকে আর
এক মুহূর্তের আশ্বাসবাণীতে
যদি বাহির হয় সে পথে
ফিরাও না তাকে আর
ফিরাও না তাকে আর..."

--চমকে ওঠে ক্রিয়েট্রা।
আবার সেই পাগলটা,

"কোথায়? কোথায় চলে যাও? "

সে ছুটে পেরিয়ে যায় বারান্দা...ঢেউ তুলে গেলাসের জলে।