বর্ণমালা –
আমার বাংলা বর্ণমালা ।
আমার অবহেলিত বর্ণমালা ।
বর্ণমালা -
আমার বাংলা বর্ণমালা ।
তুমি কি আমার বর্ণমালা,
যে বর্ণমালা জন্য প্রান দিয়েছে,
যা আজও আবহেলায় আছে,
যা আজও কেউ শুদ্ধ ভাবে বলে না।
বর্ণমালা -
আমার বাংলা বর্ণমালা ।
ফেব্রুয়ারি আসলে তুমি উজ্জীবিত হও।
ফেব্রুয়ারি গেলেই তুমি হারিয়ে যাও ।
বর্ণমালা -
আমার বাংলা বর্ণমালা ।
তুমি এখনো অবহেলিত,
তুমি এখনো অবোলিত ।
বর্ণমালা -
আমার বাংলা বর্ণমালা ।
তুমি কি কখনো সব অবহেলা ভেজ্ঞে,
সব ভুল শুধরে,
নিজেকে সো্নার অক্ষরে লিখবে।