আমি যদি 'আল্লা' ডাকি, মৌলবিরা 'হরি' কয়-
তবে জাত যাবে না ধর্ম যাবে, জবাব দেবে কে আমায়?
যদি দেউল ছেড়ে ঈদগাহে যাই,
যদি মৌলা হিন্দু একপাতে খাই,
তবে জাত যদি যায়-ঠুনকো এ জাত!
জাতের নামে বজ্জাতি হয়!
যদি হিন্দু পড়ে নমাজ-কোরান,
আর মৌলবিরা বেদ-পুরাণ !
তবে মৌলবি কি হিন্দু হবে ?
হিন্দু কি হয় মুসলমান ?
ইসলামে আর হিন্দু খুনে এই ধরনী লাল কর!
পারবে কি তা মুছে দিতে ? পৃথক করার ঢঙ কর!
জাতের নামে বজ্জাতি ভাই কত স'বে আর এ ধরনী ?
ঝেড়ে ফেলো ঠুনকো এ'জাত', যার তরে আজ এ হানাহানি |
সে জাতের গুমোর নয়রে ভালো,
যে জাত জ্বালেনা ঞ্জানের আলো |
মিছেই করিস ঝগড়া-বিবাদ,
মুছে ফেল্ ভাই এ দুশমনি !
জাত যদি হয় পলকা এমন,সে জাতের ভাই বড়াই কেন ?
জাত ভুলে আজ হওগো মানুষ- "সবার উপরে মানুষ" জেনো !