চার দেয়ালের ক্যানভাসে,
কত ছবি এঁকেছি চোখে চোখে !
মলিন বিছানায় পিঠ চেপে
সিলিং দেখেছি এ' কদিন অপলকে |
দমকা ঝড়ের সাথে দীর্ঘশ্বাস
মিশিয়ে দিয়েছি রাতে,
ঘাসের ডগায় বিষন্ন নীহার-
নিরব কান্না লুকিয়েছি তাতে !
কোঁচকানো বিছানার চাদরে
খুঁজেছি পর্বত-সাগর-সমভূমি |
পরিব্রাজক পিঁপড়েদের সাথে
দেশ বিদেশ ভ্রমিয়াছি আমি !
জানালার ফাঁক গ'লে হাসে আলো-
সহ্য হয়না তীর্যক কটাক্ষ তার |
চোখ বুজে থাকি, তবু ভীত
আমিযে চাইনে অন্ধকার !
আবার মেলি চোখ, জেগে উঠি
আলোর নরম হাতছানিতে,
সে আলো যে আশার আলো
বন্ধ ঘরে ! অসুখের দিনগুলিতে |