যখন ছোট্ট ছিলেম আমি,
পথের বাঁকে পেয়েছিলেম তাকে|
আমার তখন শিশু চপল মন-
  পারিনি চিনতে সত্যিকারের তাকে !

আপন ভোলা সেই মানুষটি পথে
   স্বপ্ন ফেরী করত ঘুরে ঘুরে |
আমি ছিলেম মগ্ন খেলার ছলে-
     স্বপ্ন কি তা বুঝব কেমন করে ?

কাছে ডেকে স্বপ্নঅলা সেদিন
  কত কথা কইলো আদর করে |
আমি কি ছাই শুনেছি সে কথা !
   আমি ছিলেম ঘুড়ির লাটাই ধরে |

হাত বুলিয়ে দিয়েছিল কেশে
অবাধ স্নেহে অসীম মমতায় |
সে পরশ যেন আজও লেগে আছে,
  সে স্নেহ মোরে আজও ছুঁয়ে যায় |

হঠাৎ দেখি চলে গেছে সে
  স্বপ্ন ভরা একটি থলি রেখে |
খুঁজলেম কত ! পাইনি খুঁজে আর-
   তুলে রাখি তার স্বপন-থলিটাকে |

তারপর-

অনেক গুলো বছর কেটে গেল |
   বড় হতে ব্যস্ত এখন আমি |
স্বপ্ন গুলো আজও আমার কাছে !
   না চাইতেই পেয়েছিলাম আমি |

আমিও আজ স্বপ্ন দেখি ভাই,
   আমিও আজ স্বপ্ন বিলোই চোখে-
আমার কাছে অনেক স্বপ্ন আছে !
   আমিও চাই স্বপ্ন দেখুক লোকে |

(শিক্ষক দিবসে সেই মানুষটির উদ্দেশ্যে যে আমায় স্বপ্ন দেখতে শিখিয়েছিলেন)