আকাশ ভরা এ কী কুয়াশা ? নাকি পৃথিবীর দীর্ঘশ্বাস !
কোথায় সেই পাখীর গান, কেন আজ বিষন্ন বাতাস ?
সাগর তরঙ্গে এ কোন্ অভিমানী প্রতিধ্বনি !
মূক সৈকতে কেটে যায় দাগ, তার ব্যাথার কাহিনী |
কোন্ ভয়ানক দানবের ভয়ে এ পৃথিবী থরথর কাঁপে !
বন্ধ্যা হয়েছে মাটি বলো আজ কার অভিশাপে ?
ধরনীর বুকের ভিতর দাউদাউ জ্বলছে আগুন,
ভুলেছে ফুলের সাজ- ফিরে আর আসেনা ফাগুন |
উচ্ছল নদী আজ মানুষের লোভের শিকার !
বন্দী হয়েছে সে, বুকে তার জমে বালুচর |
অন্ধ সভ্যতা লালসার বীজ বোনে শ্যামল প্রান্তরে-
হারিয়ে গিয়েছে মাটি লোহা আর পাথরে পাথরে |
বিধাতার সাথে বুঝি মানুষের দম্ভ-আস্ফালন !
অনায়াসে সাগর বাঁধে, নিমেষে বিদরে পাষাণ|
শক্তির মোহে অন্ধ, ভরে গেছে পাপের গাগরি
ছলকে উঠছে সে পাপ, হুস্ নেই! আসে মহামারী !
বড় মমতায় সবুজ আঁচলখানি পেতে দিয়ে্ছিল সে,
শুকিয়ে গিয়েছে তা বলো কার নিদারুণ বিষে ?