আজো আমার আবছা পড়ে মনে
    ছিল তখন বডই সুখের দিন!
সারাটাদিন কাটতো আমের বনে
    ছিলেম যেন বাঁধা বাঁধন হীন |

কালো মেঘের চাদর্ ঢাকা দিয়ে
    ঝাপ্সা আলোয় বইত দারুণ ঝড় !
মনের ময়ুর নাচতো পেখম তুলে
    আমের লোভে থাকতো না ভয়-ডর |

নদীর জলে দ্বিগুন তুলে ঢেউ
    চলে যেতাম জলপরীদের দেশে
মগ্ন সেদিন অবাক শিশু মন
    হারিয়ে যেত তেপান্তরের শেষে |

পক্ষীরাজে রাজপূত্র বুঝি !
    হঠাত্ দেখা যেত মেঘের মাঝে,
যাচ্ছে ছুটে আচিন ঘুমের দেশে
    ঘুমন্ত কোন রাজকন্যার খোঁজে |

হাতে আমার থাকতো লাটাই ধরা
   মনটা উড়ত ঘুড়িতে ভর করে !
আজকে যেন আকাশটাকে আর
   পাইনে কাছে নিজের মতো করে!