দেওয়াল জুডে্ অজস্র ছবি-
            মলিন, অস্পষ্ট,
প্রবাহমান সময়ের ছাপ!
          আলো-অন্ধকারে সব ঘোলাটে |

ঘরের মলিন কোনে
       ধুলো জমা পুরোনো ফুলদানীতে-
           এক গুচ্ছ ফোটা আধফোটা
       নতূন রজনীগন্ধা !
                    বেমানান হলেও রেখেছি-

আর আমাদের সেদিনের ফটোফ্রেম-
আয়নাটাকেও আজ পরিস্কার করতে হবে |
      
                                  - অপূর্ব মজুমদার