ইচ্ছে করে সাঁই করে এক ঢিল্ ছুড়ে দিই-
পড়ুক ভেঙ্গে আকাশখানা ঝনঝনিয়ে |
এক ধাক্কায় ধসিয়ে দেব দেয়াল গুলো-
আবার দেখো বইবে হাওয়া শনশনিয়ে |

বদলে দেবো ধোঁয়ায় কালো আকাশটাকে,
সাজিয়ে দেবো তারার আলো ঝিলমিলিয়ে |
রাত পোহাতেই সুবোধ রবি উঠবে হাসি'
ঘাস ফুলেরা উঠবে হাসি' খিলখিলিয়ে |

ইচ্ছে করে ধাঁই করে এক মারবো গুঁতো-
পড়বে ভেঙ্গে বাঁধা বিভেদ হুড়মুড়িয়ে |
খেয়াল বশে ভাঙলো যে দেশ পাঁচিল তুলে-
গুড়িয়ে দেবো, ঝরিয়ে দেবো ঝুরঝুরিয়ে |

ভরছে দূষণ জ্বলছে বাতাস দিনে দিনে
ছাড়ছে যে বিষ কলগুলো সব গলগলিয়ে |
নদী নালা যাচ্ছে বুজে প্লাস্টিকেতে,
ইঁট পাথরের সবুজ আঁচল যায় তলিয়ে |

ইচ্ছে করে টিক্কি ধরে উপড়ে ফেলি
ইঁট পাথরের আগাছাকে চড়চড়িয়ে |
মাঠগুলো সব জবরদখল মুক্ত করে,
উড়িয়ে দেবো প্রজাপতি ফরফরিয়ে !

দুরন্ত এক ঝড় হয়ে যাই ইচ্ছে করে !
এক ফুঁয়েতে উড়িয়ে দেবো ময়লাধুলো |
পাই যদি এক যাদু-কাঠি এমন কোনো-
ভ্যানিশ করে দিতাম সকল বিভেদ গুলো |

পাল তুলে সব পানসী গুলো ভাসবে জলে,
দুলে দুলে এগিয়ে যাবে তরতরিয়ে |
বাতাসেরা আলতো ছো্ঁয়ায় পথের পরে
ছড়িয়ে দেবে ফুলের রাশী ঝরঝরিয়ে |

টলমল পদ্ম দীঘীর কালো জলে
দস্যি ছেলে কাটবে সাঁতার  ঝপঝপিয়ে |
তিরতিরে এক নদীর জলে ঢেউ তুলে
ইচ্ছে আমার নাও বাইব ছপছপিয়ে !