///পেত্রার্কীয় রীতিতে সনেট///
গ - গগনে বহে না মেঘ তপন অনল,
গ - গনগনে তেজ বাহে চাঁদি ফাটে রোদ,
নে - নেয়ে ঘেমে একাকার উত্তপ্ত গারদ,
ব - বহ্নি জ্বালা লু হাওয়া বসুধা অচল।
হে - হেরিয়া আকাশ পানে বিহনে বাদল,
না- নাভিশ্বাসে উঠে প্রাণ গরমে ফ্যাসাদ,
মে - মেদিনী পুরে চৌচির ফসলি আবাদ,
ঘ - ঘনঘটা বজ্র নিনাদ অভীষ্ট ভূতল।
ত - তমসা কালবৈশাখী রিমঝিম বৃষ্টি,
প - পরাণে মিটায় খেদ দু-দন্ড প্রশান্তি,
ন - নয়নের পাতা ছুঁই টুপটাপ ধারা।
অ - অখিল গরম তাপে চিত্তে মিঠে তুষ্টি,
ন - নয়া দিগন্ত হাসে ঐ মুছে জরা ক্লান্তি,
ল - লকলকে তাপ কমে হাসি মুখে ধরা।