///ফরাসীয় রীতিতে সনেট///
দু - দুচোখে বহিলো লাজ ললিত পরশে,
চো - চোরাবালি মনে ডুবি সুখে অকাতর,
খে - খেলিছে রূপের আলো হৃদয়ে গভীর,
ব - বহতা আকুল প্রাণে প্রণয় হরষে।
হি - হিল্লোলে চঞ্চলা মন দুলে অনিমেষে,
লো - লোহিত বদনে মেলি মায়াবী চাদর,
লা - লাগালে নয়নে ধাঁধা জড়িয়ে আদর,
জ - জলেতে সিঞ্চন লহি কুঞ্চিত আবেশে।
ল - লহরি উঠিছে তান ঝঙ্কারি হৃদয়,
লি - লিখিলে ললাটে সুখ মুখরিত লয়।
ত - তনু মনে ছুঁয়ে গেলে আপন স্বপন,
প - পলকে মাখিলে প্রেম যতনে বিভোর,
র - রহিলে মজিয়া তাহে প্রেমেরি ভুবন,
শে - শেখালে বাহিতে তরী জীবন সাগর।