বছর ঘুরে ধরায় ফিরে,
প্রাণের ছোঁয়ায় ঈদ,
গাইবো সুরে সবার তরে,
মানব প্রেমে হৃদ।
ধর্মের বাঁধন মানব জীবন,
নিজের প্রাণে বয়,
গড়বো ভুবন সুখের মিলন,
কর্মে হৃদয় জয়।
উৎসব মুখর ঈদুল ফিতর,
সম্প্রীতির মূল সুর,
প্রাণের লহর সুবাস আতর,
ভাসে হৃদয় পুর।
ঈদ প্লাবনে মেল বন্ধনে,
বিভেদ কোন নাই,
মন বাঁধনে সুখ সদনে,
থাকুক সবার ঠাঁই।
ঈদের খুশী লাগুক বেশী,
জাদুর ছোঁয়ায় আজ,
হৃদ সরসী দুলায় খুশী,
মেন্দি মাখায় সাজ।
মানব জাতি এক প্রজাতি,
রক্তে মোদের মিল,
ধর্ম ভক্তি প্রাণ সারথী,
হৃদয় রাঙা ঝিল।
ঈদ মোবারক ধ্বনির ধারক,
প্রাণের সুরে কই,
লিখবো স্মারক মৈত্রী মোড়ক,
মানব ধর্মে রই।