জ্বলে আগুন তেলে বেগুন,
রোদে তাপটা বেশ!
ক্ষ্যাপা তপন করে শোষণ,
পিত্তি জ্বলে শেষ।
দীপ্ত আকাশ রোজ হা-হুতাশ,
ছিটে ফোঁটা মেঘ!
গুমোট বাতাস ভারী নিঃশ্বাস,
দিচ্ছে গরম সেক!
বিঁধে হাড়ে শরীর ফুঁড়ে,
ফোটায় তপ্ত সুঁই!
রোদের জেরে তাপটা বাড়ে,
খরায় ফাটে ভুঁই।
পাল্লা দিয়ে ছুটছে ধেয়ে,
লোড শেডিংয়ের চাপ!
ঘাম দরদরিয়ে পড়ে চুঁইয়ে,
সয় অসহ্য ভাপ।
গগণ পানে অগ্নি বানে,
ভাঙা মেঘের পাল,
তিক্ত মনে আশা ক্ষণে,
মিটুক গরম ঝাল।
গাছের শাঁখে লুকায় ফাঁকে,
ক্লান্ত পাখির দল,
তেষ্টা বুকে কাটে ভুখে,
হয়ে হীন বল।
শুনছি নাকি আরো বাকি,
তাপ প্রবাহের খেল!
বৃষ্টির ফাঁকি সূর্যের উঁকি,
মাথায় ভাঙে বেল।