/// পেত্রার্কীয় রীতিতে সনেট ///
সু - সুখ দুখ পাশাপাশি জীবনে বহতা,
খ - খড়বায়ু বাহে তারি অকূল তটিনী,
দু - দুহাতে খচিত মাল্য গাহিছে রাগিনী,
খ - খন্ডিত ললাট চিহ্ন বিষাদ বারতা।
পা - পাল তুলে হৃদি তরী বহি খরস্রোতা,
শা - শান্তি সঞ্চারিণী ওহে প্রাণ স্রোতস্বিনী,
পা - পাবক বারুণ বাহে কৌমদী মোহিনী,
শি - শিহরণ জাগে মোহে হেরি কথকতা।
জী - জীমূত তিমির ডাকি দুখেরি বাসর,
ব - বলিছে সুখের ইতি জাগো বাহে কষ্টে,
নে - নেত্র ভাঙা নীরে সিক্ত আকুল বদন।
ব - বনবন ঘুরে অলি যাচিত দোসর,
হ - হলে তাহে সুবাসিত প্রণয় সুমিষ্টে,
তা - তানে বীণা হৃদে লাগে সুখেরি কাঁপন।