//ফরাসীয় রীতিতে সনেট//
হৃ - হৃদিতে বহিছে নদী কুলু কুলু সুরে,
দি - দিবস রজনী সুখে ছুঁয়ে যাও প্রাণে,
তে - তেমনি মায়াবী ছন্দে দুলে কুঞ্জবনে,
ব - বহিয়া বাঁধন হারা এলে স্বপ্ন নীড়ে।
হি - হিমেল ছায়াতে ঢাকি রাখি অন্তঃপুরে,
ছে - ছেয়ে দিলে মাদকতা হরিণী নয়নে,
ন - নবীনা রঙেতে সাজি সাধিলে আপনে,
দী - দীর্ঘ প্রতীক্ষার সুধা বিলাবে সাদরে।
কু - কুমুদে শোভিত জল ছলাত করিলে,
লু - লুকিয়ে উথলি প্রেম হৃদয়ে বাঁধিলে।
কু - কুহেলী চাদরে মুড়ে চাঁদনী দোহারে,
লু - লুপ্ত সুখেতে মাতিয়া প্রাণেরি পাপিয়া,
সু - সুশোভিত রঙে লাজি আনন্দ বাহারে,
রে - রেখেছো পরাণে ধরি প্রেমেতে সপিয়া।