ভুলে যাচ্ছি
নিজের নিজেকে।
ভুলে যাচ্ছি
নিজের বানানো শহরের অলিগলি।
ভুলে যাচ্ছি আমি কে?
এক অনাহুত বির্বজিত অতিথি, নয়তো ভালবাসার দায় এড়ানো কোন পুরুষ।
তোমার সমাজ নির্ধারিত কর্ম-বিভাজন কে সম্মানিত করা গেলো বলেই নিজেকে বির্সজন দিয়েছি বহুবার।
ভুলে গেছি আমি কে?
উদ্বাস্তু পথিকের ন্যায়!!
পরিচয়হীন হয়েছি শুধুমাত্র তোমার দৃষ্টির আগামবার্তা দেয়ার জন্য হয়তো।
কুকুরের ন্যায় প্রেমিক;
আর প্রেমিকের ন্যায় কুকুর এসে যখন ঘেঁষে,
বিস্তীর্ণ নদীখাতের মাঝমধ্যিখান দিয়ে পদচিহ্ন অনুসরণ করে তখন সত্যিই প্রশ্ন আসে।
আমি কে!
ভালবাসতে গেলে হয়তো নিজেকে ভুলে যেতে হয়,
আর তখনি সম্পর্ক চূত্য হয় সব প্রতিটি মুহূর্ত।
তবুও ভালবাসি।
ভুলে গেছি আমি কে!
সমাজ, প্রেম, পরিবার সব কিছুর আলাদা ব্যাখ্যা থাকে।
শুধু আমি হ্যা আমিই,তার ব্যাখ্যা গুলোকে একত্রিত করে নিজেকে ভুলে বসে আছি।
মূল্যহীন হয়েছি অসংখ্য মানুষের মাঝে।
একটি পরিচয়ের জন্য,
ভুলে বসে আছি,
নিজের পরিচয় নিজেকেই টানিয়ে তুলতে হয়!
ভুলে গেছি আমি কে!!
নির্বাক মানুষ এর বেশি নয়!!
-চন্ডাল উপাখ্যান
– ভট্টাচার্য আর্ক।
তাং-২১/০১/২০২২ ইং