সময়
-ভাস্কর পাল
সময় কাটছে ছিন্ন বেগে প্রহর গুনছি দ্রুত
কত অজানা লুকিয়ে আছে সময়ের ভিড়ে নত;
ভোরের শুরু করেছে সূর্য, অস্ত গিয়ে আনছে আঁধার
চন্দ্র ছাড়া অমাবস্যা রাত ঘোর কালো অন্ধকার।
ঘড়ির কাটা স্তব্ধ নয়, চলছে একই ভাবে
শান্ত শুধু চারপাশটা বেদনা শোনা যাবে,
নীল আকাশের মেঘের চলন থেমে যায়নি কভু
সময় হঠাৎ থমকে গেলেও হয়নি বন্ধ তবু।
সময়ের ভিড় ব্যাস্ত করেছে বাস্তবতার মাঝে
নক্ষত্ররা শোভিত হয় অন্ধ রাতের সাঁঝে
সময়ের তরে বসিয়া থাকে কত অজানা প্রাণ
খুঁজে নেয় কত জীবেরা নতুন নতুন স্থান।
এলোমেলো সব সময় যখন দিশেহারা হয়
সাজিয়ে তোলে নব ছন্দে যত অজানা রয়,
দুর্গমের রহস্য ফোটে, কত তথ্য মুক্ত হয়
অপেক্ষাতে থাকলে পরে সময় কত প্রশ্ন দেয়।
হাজারও সংশয় কাটিয়ে তোলে সময়ের শেষ প্রান্ত
অটুট থাকা অপেক্ষাতে, হয় তো একটু ভ্রান্ত-
নিঃশব্দে সময় বইছে, তাল মিলিয়ে চলতে হবে
সময় শেষে সকল প্রশ্ন উত্তর ঠিকই দিয়ে যাবে।।