প্রলয় শেষে
-ভাস্কর পাল
ঐ যে দেখো,
দিগন্তের সেই পশ্চিম পানে
উঠেছে এক মেঘের ধারা।
মুহূর্তেই অন্ধকারিত, আকাশ হইলো মেঘে কালো।
পাগলা হাওয়া বয়ে আসিছে, হাঙ্কারিত স্বরে;
মেতেছে আজ মেতে উঠেছে
পাগলা ভোলা উঠেছে ক্ষেপে।
ঐ যে ওই দূরেতে,
ঢং ঢং ঢং কাঁসর, ঘন্টা
বাজিছে কোন মন্দিরেতে-
আকাশ জুড়ে দুই প্রহরে,
সূর্য গেছে হারিয়ে আজ।
কালো জটার কেশে ছেয়েছে,
আকাশটা আজ অন্ধকারে।
আকাশ জুড়ে সংকেত দেয়
পালা তোরা আসছে প্রলয়!
ঘনায়মান সেই মেঘে আজ
গর্জে ওঠে হুঙ্কারেতে;
আসছি আমি খুব শীঘ্রই
মাতাবো আজ এই ত্রিভুবন।
গর্জে ওঠে গজপতি
মেঘের আড়ালে হাসে মেঘনাদ;
বুঝিয়ে দিচ্ছে গর্জনেতে-
আসছে প্রলয় আসছে আজ।।
সেই মেঘের সেই বর্ষণ
নামলো সেই বৈকালেতে
ওই যে মাঝি দাঁড় বাইছে
হাওয়ায় পাল টলোমলো।
তার তরী তে প্রেম বেঁধেছে,
পালিয়ে আসা দুই নর-নারী।
দামোদরের সেই উথাল - পাথাল
বর্ষণে মেতেছে দামোদরের জল,
প্রেম তরী আজ ডুববে নাকি?
মেঘনাদের সেই অশনি কাঁদন।
প্রায় আড়াই প্রহরের সেই বর্ষণে
লড়াই চললো দামোদরে
মেঘ কেটেছে আলো উৎফুল্লিত
সূর্যি তবুও ক্লান্ত, নিদ্রাচ্ছন্ন।
দামোদরের প্রেম তরী তে প্রেম আজ অমর হলো,
প্রলয় কমেছে আকাশ হয়েছে শান্ত!
মেঘ কেটেছে;
রামধনু রঙে আকাশ সজ্জিত।।