প্রাচীন স্তুপ
-ভাস্কর পাল
চিহ্নিত সেই অকপট
সজ্জিত কত প্রাচীন ভুবন,
চির কল্পনার গল্প রূপে
স্থান পেয়েছি ইতিহাসে।
প্রাচীন সেই সভ্যতা গুলো
ধ্বংস স্তুপে ধুলিমা লিপ্ত-
কত সভ্যতার শিকড় সব
নদীর জলে লুকিয়ে আজও।
উন্নত এই বিশ্ব মাঝে
হারানো কত সুপ্ত প্রাণ
যুগান্তরেও লেগেছে এক
প্রাচীন স্তুপের জীবাশ্ম টান।
মাটির গভীরে, পর্বতের গুহায়
হারানো স্মৃতি খোদাই রয়েছে,
কত পাথরের কত মুদ্রায়-
প্রাচীন স্তুপ আজও বেঁচে।।