অন্তরালে
-ভাস্কর পাল
অজান্তেই অন্তরালে বেঁধেছি তোমারে
সেই দিনটি ভুলি কেমনে!
সেই তোমায় লেখা প্রথম চিঠি,
যা দিতে পারিনি আজও;
বলবো বলবো করে তোমায়
মনের কথাটা বলা হলো না তবুও!
পূর্ণিমার চাঁদ হয়ে এসেছো পাশে,
প্রতিটি রাতে আমার আকাশে।
অজান্তেই মনের গভীরে তুলেছো জ্বেলে
স্বচ্ছ, শান্ত প্রদীপ।
সেই প্রদীপের শিখা হয়ে,
আমার জীবন আলো করে-
নিজে পুড়ে ছাই হলে,
সেই দিন আমি ভুলি কেমনে!
যেদিন তুমি আমায় নিয়ে বেঁধেছিলে গান
তোমার অন্তরালে....