খোলা আকাশের নীচে
-ভাস্কর পাল
এক পড়ন্ত রোদের দিনের শেষে,
খোলা আকাশের নীচে;
একাকিত্বের সঙ্গী করে নেই
দিগন্তে বিস্তৃত খোলা আকাশেকে।
আকাশটা আজ আমার মতোই শান্ত।
আমার মতোই স্তব্ধ।
জলভেজা আয়নার মতো
সেই আকাশে দেখছি নিজের প্রতিচ্ছবি।
রবি আজ বড্ড ক্লান্ত,
ঢলে পড়েছে পশ্চিম প্রান্তে!
আকাশটাকে শোভিত করেছে
কমলা রঙের ছন্দে।
সেই আকাশে দেখতে পাচ্ছি-
অতীতের ফেলে আসা
এক একটা দিন।
নিজের হাতে শেষ করা
নিজের তৈরী স্বপ্ন গুলো।
আজও মনে পড়লে
অজান্তেই বেরিয়ে আসে জল।
নিঃসঙ্গতা কাটিয়ে উঠতে,
বন্ধুত্বটা করেই ফেলেছি!
খোলা আকাশের সঙ্গে।
যার কোলে কত গ্রহ তারা আশ্রয় খুঁজেছে ;
আমার চোখের জল লোকানোর মতো
আমিও একটা জায়গা নিয়েছি করে
এই অসহায় আকাশের বুকে।