চশমাটা আজ হারিয়ে ফেলেছি
-ভাস্কর পাল
চশমাটা আজ হারিয়ে ফেলেছি, অন্ধ অন্ধ লাগছে-
নিজেকেই নিজে খুঁজে চলেছি অন্ধকারে হাতড়ে।
চারিদিক আজ অস্পষ্ট খুব, ঝাপসা আলোর আভা
অন্ধকারের অন্ধ রূপে পেয়েছে চোখ শোভা।
মাটিতে হাতড়ে খুঁজে চলেছি বিকল্প সেই চক্ষু
মিলছে না যে মিলছে না, হয়েছি আমি ভিক্ষু।
হারিয়ে গেছে কত না আলো, হারিয়ে ফেলেছি দৃষ্টি
মাইনাশ কুড়ির চশমা আমার, কি অমূল্য সৃষ্টি।
অন্ধরা যে কত অসহায় বুঝিনি তাদের আগে,
হারিয়ে চশমা নিজেকে আজ অন্ধ অন্ধ লাগে।
পৃথিবীর কত সুন্দরই না দেখেছি দু-চোখ দিয়ে
অন্ধকারে সবই কেমন মিথ্যে মিথ্যে লাগে।
অনেক খুঁজেও মিললো না যে, পথের পারে দাঁড়িয়ে
কেউ এসে যদি পার করে দেয়, হাতটা আমার ধরে।
হঠাৎ দেখি ধাক্কা মেরে, কে যেন বলল আমায় এসে-
রাস্তাটা পার করে দেবেন! চোখে দেখতে পাইনা মোটে।।