বাঁকা চাঁদ
-ভাস্কর পাল
চিত্রপটের চিত্র আঁকে
পূর্ণিমার ওই চন্দ্র
চাঁদকে নিয়ে রোমাঞ্চকর
কত না লেখা গল্প।
পূর্ণিমার সেই পূর্ণ চন্দ্র
তাকে নিয়ে ওঠে কত না কল্প
চিহ্নিত সৌন্দর্যের প্রতীক
কারো কাছে ঝলসানো রুটি।
অমাবস্যার গভীর অন্ধকারে
চন্দ্র সেদিন লুকিয়ে পরে,
কিছু দিনের প্রতীক্ষাতে
বাঁকা চাঁদ আসে পূর্ণ রূপে।
কারো কল্পনার রাত কাহিনী
কারো চোখে সে কলঙ্কিনী,
অসহায় আকাশের বুকে
বাঁকা চাঁদ চিহ্নিত নিশি সূর্যি রূপে।।