পূর্ণ  হল না প্রেম , জাগিল না ভালোবাসা -
মরুভূমি মন পিপাসা পিয়াসা।।

ফুটিল না ফুল, ঝরিয়েছে পাতা
নীরস মূল -কাষ্ঠ ভরা কাঁটা '-
       বৃথাই পথ হাঁটা ।।

ডাকিল না পাখি'-
প্রভাত রজনী জলে ভরে আঁখি,
  আমি একা বসে থাকি ,
একা গাই গান -কবিতা ভরাই মন প্রাণ
শূন্য তবু পূর্ণ ব্যথিত জীবন,
            আপন কুলায় আপনার মন ।।

পিয়াসা, পিপাসা হৃদে ভরা ভালোবাসা-
        উজাড়িতে  আশা,
পূর্ণ হবে না তবু জানি  
         অমনই  ভালোবাসা -এ বৃথা ভালোবাসা।।
  

"কুসুম কাননে ফুটে নাই ফুল-
    অ'ঝড়, ঝড়ে ঝরিয়াছে মুকুল।"
অলিগলি ভ্রমর ভ্রমণ  বৃথা -
ভ্রমর সম মোর মন হেথা ।।