মনে পরে যায় তাই লিখি হায়
ছোট ছোট কবিতার পাতা ।
তুমি না থাকলে কেমনে হতো -
আমার কবিতার খাতা ।
সন্ধ্যা রাতে প্রদীপ হাতে
জ্বালিয়ে বাতি ঘরের মাঝে ,
আঁধারে যাও লুকিয়ে
ওটাই কী আমার পাওয়া ।
বিরহে তাই ,
মনে পরে যায় তোমারই চোখের ভাষা ।
তুমি না থাকলে কেমনে হতো -
আমার কবিতার খাতা ।
রং তুলিতে তোমার ছবি, এঁকেছি আমি কত -
দেখবে এসে , কি এঁকেছি, রামধনুর মতো ।
সপ্ত রং -এ রাঙিয়ে-ছি তোমায়
তুমি জানো না ,
ক্যানভাসে শুধুই তোমার ছবি,
তবু তুমিই মান- না ;
তবে কি আমি আঁকতে জানি না ?
মনের ঘরের ক্যানভাসে আঁকা ছবি যতো ,
আমার চোখে দেখবে যেদিন
সেদিনই বুঝবে তো ।