পাথরে'ও থাকে প্রাণ,
মানব জাতি কেউ বলে,
আমি মৃত , নিঃস্ব আমাতে প্রাণ ।
ইচ্ছা আমাতে মারা গেছে -বাঁচিবার সখ নাই,
যত দিন আছি, আছি '।
এতে কি আসে যায় ।
খাদ্য নালি কারা রুদ্ধ , খাদ্য বিঁধে কণ্টক সম
বুক কাঁদে, জিহ্বা লালায়িত!স্বাদ হীন তবু,
শরীরের লাগি খাদ্যের প্রয়োজন হয় ।
তাই খাই।।
হায়রে মানব জাতি ,বন্ধুত্বের বিনিময়ে
বন্ধুর বুকে মারে লাথি ।
সার্থ খুঁজিয়া বেড়াই -এতে বুঝি সার্থ আছে,
নইলে -সন্দেহের বিষয় ।।
বোঝা বড়ো দায় ।।
হায় রে হায়,
বোঝা বড়ো দায় ।।