✍️ বিন্দাস ভার্গব
সমালোচনার দুনিয়াতে
দুর্নাম থাকবেই,
ভালো কিছু করে গেলে
মানুষ সেটা মানবেই।
সমালোচনা ছাড়া
বড় হয়নি কেউ,
ভালো কাজ করলে পরে
পিছনে লাগে ফেউ।
সমাজ ও সমালোচনা
সময় পরম্পরা
গুণ হল গুণীর বিচার
রয়েছে অধরা |
সমালোচকের তীক্ষ্ণ ভাষায়
ভৎসনার ই বান
এগিয়ে চলে গুণী মানুষ
চায় না গুণগান |
সমালোচক সর্বদা
নিজ গুণ গায়
গুনের অধিকারী যে
চুপ করে রয় |