সবাই চলে নিজের পথে,
মানুষ হয়ে বাঁচতে হবে।
সমাজটাকে দেখতে গেলে
অকারণে সব হারাবে।

গলার স্বর নামিয়ে বলো,
কিংবা নেতার কথায় চলো ।
ঘরের থেকে পা বাড়ালে
শাস্তি তোমার পেতে হবে।

পথে ঘাটে হচ্ছে খেলা,
জীবন পথে কষ্ট মেলা।
ভাবছো সবাই বিচার পাবে,
তোমরা বোকা সব হারাবে।

সমাজের এই পথের ধারে,
জ্ঞানীরা সব অন্ধকারে।
মাথার ওপর অ-জ্ঞানী রা
ধ্বংস লীলার যুক্তি করে।

সমাজ টা এ কেমন বলো,
সবাই খারাপ নিজে ভালো।
আমরা সবাই যাচ্ছি ভেসে,
থামবো কোথায় অবশেষে?