নিতাই গৌর প্রেমানন্দে হরি বলরে বদন ভরে।।
গোলকের ধন ছিলো গোপন
দয়াল নিতাই আনলো দয়া করে ।।
নিতাই চাঁদ আর গৌর চাঁদে উদয় হলো নদীয়াতে
কলি জীবকে তরাইতে বেড়ায় দ্বারে দ্বারে ।।
এই হরিনাম মহামন্ত্র মুখে বলো কেবলমাত্র
প্রেম জলে ঝরবে নেত্র দুঃখ যাবে দূরে ।।
হরি বলার মত সময় পেলে হেলা করে সব হারালে
রঙ তামাশায় দিন কাটালে কি হবে এর পরে ।।
হরি বল মন সময় করে সময় কারো রয়না পরে
কখন কোনদিন যাবে উড়ে কালবৈশাখী ঝড়ে ।।
হরিনামে কি আনন্দ রয়না দুঃখ নিরানন্দ
প্রণবনন্দন কহে প্রাণ গোবিন্দ দিয়োগো পার করে ।।