কলিযুগের শ্রীকৃষ্ণচৈতন্য অবতার।
হেন দয়াল অবতীর্ণ না হৈল আর।।
পতিত জীবের উদ্ধার করিতে শ্রী হরি।
অবতীর্ণ হলেন যিনি, গৌরাঙ্গ নাম ধরি।।
উচ্চৈঃস্বরে কাঁদে প্রভু জীবের লাগিয়া।
সর্ব জীবে উদ্ধারিলা কৃষ্ণনাম দিয়া।।
ঘরে ঘরে হরিনাম দেন সর্ব্বজনে।
গড়াগড়ি যান প্রভু নিজ সংকীর্ত্তনে।।
ব্রহ্মা মহেশ্বর নারদ যাঁরে করে অন্বেষণ।
হেন প্রভু পতিত জনে দেন আলিঙ্গন।।
ভাবিয়া না পান যাঁরে সহস্রলোচন।
গদাধরের প্রাণ গৌর শ্রীশচীনন্দন।।
ঢুলিয়া পরে গোরা গদাধরের কোলে।
প্রণবনন্দন ধৌতে চরণ নয়নের জলে ।।