হেন যুগল রূপ কভু নাহি দেখি।
গৌর গদাধর রাধা নটবর
ফিরিয়ে আনিতে নারি আঁখি।।
নানাবিধ আভরণ কিবা তার প্রয়োজন
প্রতি অঙ্গে হেরি কত শত শশী।
আহা কিবা অপরূপ অগভীর প্রেমকূপ
বলিহারি যাই যুগল রূপরাশি।।
সুরোধনির তীরে জলকেলি করে নীড়ে
সেই যেন যমুনার কিনারা।
গোরা নন্দ কিশোর রাধারানী গদাধর
নবদ্বীপ গোকুল নীলাচল মথুরা।।
ভক্তগণ যাঁরা হেরি যাই সবার বলিহারি
আনন্দ সাগরে সবে হাসে।
অসময়ে জন্মিয়া হেন ধন হারাইয়া
প্রণবনন্দন নয়ন বারিতে ভাসে।।