বৃন্দাবনের যুগল সঙ্গ
কলিতে গদাই গৌরাঙ্গ ।
ভিন্ন ভিন্ন রসরঙ্গ
এক প্রাণ দোহোতে অঙ্গ।।
মহাভাব ঋণ করি
কানাই হইল গৌরহরি।
গদাধর রূপধরি
গৌরাঙ্গের সঙ্গী রাসেশ্বরী।।
গদাই গৌরাঙ্গ রসময় মুরতি
কিবা অপরুপ প্রেমা-কৃতি।
অসীম অনুভব যুগলের পিরিতি
সাধ্য আছে কাহার তাহাই বর্ননা করতি ।।
গদাধরের কৃপা হলে
জগজনে গৌরাঙ্গ মেলে ।
প্রণবনন্দন মজে রসাতলে
অন্তিমকালে দিও ঠাঁই শ্রীচরণতলে।।