তপ্ত সকালে, তাপ্তীর পাড়ে
গ্রাম্যজীবন, দেখেছি দু-ধারে ।
করে কাচাকাচি মহিলার দল
মাছ ধরে জেলে নিয়ে দলবল ।
কাছেতেই বাঁধ, নানা মাছ তাতে
রুই, কাৎলা, এহাতে-ওহাতে ।
কলার ক্ষেত দেখেছি বিশাল
কাজ করে চাষী, হাতে কোদাল ।
কাঠ-কূটো, মরা গাছের ডাল,
করবে জ্বালানী, নয় জঞ্জাল ।
বালক, বালিকা, বুড়োর দল
মাথায় বোঁচকা, ঘরেতে চল ।
নদী বয়ে যায় নিজের মত
রেখে জনপদ কত শত ।।