কত সূক্ষ্ম অনুভূতি থাকে
অনুশাসনে মোড়া,
করলে শিথিল ফুটে ওঠে যেন
কত ফুল তোড়া তোড়া,
জীবন পায় এক দিক-দর্শণ
স্বর্গসুখে ভরা ।
এ কোন স্বর্গ, এ কোন সুখ,
চিনল না তো ওরা,
কলুর বলদ হয়ে নিশিদিন
ঘুরপাক খায় যারা ।
প্রকৃতির টানে করে নিবেদন
হয়ে বন্ধন-হারা,
প্রকৃতির সাথে মিলিয়ে নিও
আপন জীবনধারা ।