কি দারুন এক মনের টানে
এলাম বাংলাদেশে,
যেথা পদ্মা-মেঘনা-যমুনার জল
একাত্ম হয়ে মেশে ।
পূর্ব-পুরুষের ভিটে মাটি সব
পড়ে ছিল এপারে,
দেশভাগের জ্বালায় ছেড়ে
গিয়েছিল ওপারে ।
স্বদেশ-বিদেশ বানিয়ে দিল
একটি কাঁটাতারে,
লাগল নিয়ম পাসপোর্ট, ভিসা
মানুষ পারাপারে ।
যোগাড় করে সব তৈরী হলাম
মেঘনার পাড়ে যাব,
কোথায় আছে আমার শিকড়
হাতড়িয়ে বেড়াব ।
বছর পঞ্চাশ পরে এল কেউ
এল যেন দাবিদার,
ভরা মেঘনায় নৌকায় ভাসি
কোথায় নদীর পাড় ।
কে চেনাবে হায় মাঝ-দরিয়ায়
বলবে সাথেতে চল,
মেঘনা করে মস্করা যেন
হল কি আমায় বল ?
বুঝলাম সব তলিয়ে গেছে
মেঘনার জলেতেই,
"ও নদী, ভাঙলি যদি গড়লি কোথা ?"
মেঘনা ব্যস্ত, - বহিতেই ।