প্রতীক্ষার সময় চায় না কাটতে,
অল্প সময় দীর্ঘ লাগে,
সে কখন, কিভাবে আসবে,
সে কথাই শুধু মনে জাগে ।

বাইরের আকাশ অশান্ত তখন,
ঝড়-বৃষ্টি আসে,
মনের ভিতর হয় উথাল-পাথাল,
দুর্যোগের পরিবেশে ।

ঘরের কোণে দীপশিখাটি
জ্বালিয়ে রাখি যতনে,
পাছে তুমি ভাব,- ঘরে নাই
যদি ফিরে যাও সেইক্ষণে ।

ওদিকে তপ্ত মাটিতে নামে
অঝোর বারিধারা,
গাছ-গাছালিরা দারুন খুশি
নদী পাগলপারা ।

এদিকে ঘরের ভিতরে আমি
নীরবে, নিভৃতকোণে,
মনের চাতক তার চাইছে পরশ,
তৃষ্ণা নিবারনে ।


(0091)9903063817