মনের ভিতর উঁকি দিয়েছিল
কবে সে ছোট্ট পাখি,
সঞ্জনা, সঞ্জনা বলে
আজও তারে আমি ডাকি ।
কোথা উড়ে গেল, কোথায় যে গেল
কোথায় যে গেল চলে,
আমার মনের ভাঙা খাঁচার
শূন্য ফোঁকর গলে ।
বুক ফেটে যায় তীব্র দহনে
যেন ফুটিফাটা মাটি,
ভুল কি করেছি, শুধু এই ভেবে
ভালবাসাটাই খাঁটি ?
আয় কাছে আয়, আয় বুকে আয়
ডাকছি কাতর স্বরে
ভালবাসা দিয়ে গড়া এই বাসা
রইল শূন্য পড়ে ।
বুকে আশাটুকু জিইয়ে রাখি
পাতা ঝরানোর কালে,
বসন্তদূত হয়ে কবে তুই
বসবি রে এই ডালে ।