কত অনুভূতি হয়
মনের ভিতর, বারেবারে,
সবেতে কেন দিই না সাড়া
অবুঝ মন শুধায় মোরে ।

"সমাজ" - নামক ব্যবস্থা আছে,
আছে মোর অবস্থান পরিচয়,
কতটা কাজ আমার সাজে
তা আগেই বুঝে নিতে হয় ।

"সামর্থ্য" - নামক শব্দ আছে,
পকেটের স্বাস্থ্য বোঝা যায়,
অকাতরে দান ? গৌরী সেন কি
আর সকলকে মানায় ?

"সাধ" - নামক দুষ্টু শব্দ আছে,
লাফিয়ে অনেক উপরে উঠে যায়,
বাস্তববোধ পীড়াপীড়ি করে
কষ্টে তাকে নামায় ।

কত অনুভূতি হয়
মনের ভিতর, বারেবারে,
হয়ত আর সাড়া দেবে না মন,
সংবেদনশীলতা, - - - কোথা যায় রে ।

ramanujchakraborty@rediffmail.com
(0091)9903063817