"ম" এ "আ" কার এ মা
আছে অক্ষর একটাই,
অর্থের আছে গভীরতা
অনুভব করি তাই ।
মা, গর্ভধারিনী মা,
নাড়ির টান আছে তাই
সন্তান আদরের ধন
মেনে চলেন সদাই ।
দেখতে কেমন ভাল লাগে
শিশুরা মাতৃক্রোড়ে,
শিশু'ও চেনে জগৎটাকে
মায়ের হাতটি ধরে ।
আগলে রাখেন সবকিছু
মা সংসারের আধার,
ওটা খাব, সেটা চাই
সবেতে মায়ের'ই দরকার ।
আরও আছেন এক মা
তিনি দেশমাতৃকা,
দেশবাসীরা সন্তান তার
নন্ তো তিনি একা ।
জন্মদাত্রী মায়ের সাথে
ফারাক নেই তার,
সম্মান তার রইবে অটুট,
সবার অঙ্গীকার ।
ভেদাভেদ ভুলে ভাবলে সবাই
এক জাতি এক প্রাণ,
দেশমাতা হেসে বলবেন
"ওরা আমার'ই সন্তান" ।