পূর্বে :-
পাশের বাড়ির অমিয়'দা
আজ মারা গেলেন,
বাড়ি নয় শুধু, পাড়াটাকেও
আঁধার করে দিলেন ।
বড় ব্যবসায়ী, সেবাব্রতী,
জন-দরদী ছিলেন,
অমিয় ঘোষাল নামের পাশে
বহু কীর্তি রেখে গেলেন ।
সাহায্য চেয়ে ফেরেনি কেউ
দাদার কাছ থেকে,
তার কর্মগুণে রাখবে মনে
পাড়াশুদ্ধ লোকে ।
বুকের ভিতর হু-হু করে
প্রাণ ছটফটায়,
জানি না ভুলব কেমনে
আমি, এই দুঃখটায় ।
--------- :ঃঃঃ----------
এখন :-
অমিয়'দা টা মরার আর
সময় পেল না ?
অফিস কামাই করি কেমনে
সেটা বুঝল না ।
বড় ব্যবসা-ট্যবসা ছিল শুনেছি
কামিয়েছেও প্রচুর,
কেউ সাহায্য চেয়ে ফেরেনি শুনেছি
রাত্রি কিংবা দুপুর ।
কেমনে ডিউটি এড়াব জানি না
থাকি তো সম্মুখে,
হাজিরা দিয়েই কাটব জল্দী
অফিস অভিমুখে ।
----------ঃঃঃঃ-------------
ভবিষ্যতে :-
নাইনথ্ ফ্লোরের ঘরের ভিতর
কান্না হচ্ছে কেন ?
টেনথ্ ফ্লোরের ঘরেও তার
রেশ পড়েছে যেন ।
ওরে স্যান্ডি, "আজ কি তোর
ডেটিং যাওয়ার আছে" ?
আসার পথে উঁকি মারিস তো
নাইনথ্ ফ্লোরের কাছে ।
ঘণ্টা দু'ই পরে মেসেজ আসে
আমার মোবাইলে,
"বাহান্নতেই অক্কা পেয়েছে
হার্টের গণ্ডগোলে" ।
"প্রোমোটারিটা করত নাকি
মজুত করত চাল,
নামটা যেন কি বলল,--
সামথিং --- ঘোষাল" ।