এই তো আমি ছুটছি এখানে
দিগন্ত ছাড়িয়ে,
ওই তো আমি রয়েছি ওখানে
বন্ধুর পাশে দাঁড়িয়ে ৷
এই আমি আর ওই আমি তে
ফারাক কয়েক ঘন্টা,
সোজা ব্যাপারটা বোঝে না
শুধু ছটফট করে মনটা ৷
ছুটতে গেলে পড়বে পথে
নদী-নালা-খাল-বিল,
ঘন জঙ্গল, পাহাড়
যদি বা পথ হয় পিচ্ছিল ।
গতি হবে রোধ, সইব কেমনে
আমি সে বিড়ম্বনা ?
এর চেয়ে হায় থাকতো যদি
শক্ত দু-খানি ডানা ।
পাখির মত উড়ে যেতাম
থাকতো না তো মানা,
মাথার উপর আছে তো
একই, মুক্ত আকাশখানা ।